স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলে দারুণ ছন্দে ছুটছেন এবি ডি ভিলিয়ার্স। দীর্ঘ বিরতির পরও তাঁর ব্যাটে একটুও মরিচা ধরেনি। ছন্দ ধরে রেখে এবার নতুন কীর্তি গড়লেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ডি ভিলিয়ার্স। গতকাল শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৯ হাজার রানের মাইলফলকে পৌঁছান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা ডি ভিলিয়ার্স। এদিন ম্যাচটিতে মাঠে নামার আগে ৯ হাজার রান থেকে ৪ রান দূরে ছিলেন দক্ষিণ আফ্রিকান তারকা। ম্যাচের সপ্তম ওভারে নিজের লক্ষ্যে পৌঁছে যান প্রোটিয়া তারকা। ডি ভিলিয়ার্সের এখন টি-টোয়েন্টিতে রান ৯ হাজার ২০।অবশ্য রেকর্ডের ম্যাচে ইনিংসটি বড় করতে পারেননি ডি ভিলিয়ার্স। ২৪ বলে ২৪ রানে আউট হন প্রোটিয়া তারকা। তাঁর দলও ভালো করতে পারেনি। ম্যাচটিতে ৫ উইকেটে হারে বেঙ্গালুরু।টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক গেইল। সাড়ে ১৩ হাজারের বেশি রান করেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। ১০ হাজার রান করেছেন আরেক ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড ও পাকিস্তানের শোয়েব মালিক। ৯ হাজার রান নিয়ে এর পরে আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককলাম, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের বিরাট কোহলি ও আরেক অস্ট্রেলিয়ান ফিঞ্চ। এবার সে তালিকায় নাম লেখালেন ডি ভিলিয়ার্স।
৯ হাজার রানের মাইলফলকে ডি ভিলিয়ার্স
0
Share.