মসজিদের জন্য জমি নাকচ করে দিলেন মুসলিমরা

0

ডেস্ক রিপোর্ট: জামিয়াত উলামা-ই-হিন্দ (জুহ), অযোধ্যা মামলার মামলাকারীদের মূল একজন, ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে মসজিদ নির্মাণের জন্য ৫ একরের বিকল্প জমি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার দিল্লীতে এর কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে জামিয়াত উলামা-ই-হিন্দ জানায় যে, কোনো কিছুই মসজিদের ‘বিকল্প’ হিসেবে গ্রহণযোগ্য হতে পারে না, হোক সেটা টাকা কিংবা জমি। আরও একটি বড় সিদ্ধান্তের ক্ষেত্রে, জামিয়াত উলামা-ই-হিন্দ সুপ্রিম কোর্টের রায় পর্যালোচনা করার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছে। সভাপতি আরসাদ মাদানির নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট তথ্য অনুসন্ধান কমিটি এ বিষয়ে আইনি মতামত চাইবেন।

Share.