বাংলাদেশ থেকে পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী থেকে র্যাব-৮ অভিযান চালিয়ে ২ মাদক ব্যৗবসায়ীকে আটক করেছেন। র্যাব-৮ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানান, গত ০৪ নভেম্বর বিকালে জেলার কাউখালী উপজেলায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার বেকুটিয়া ফেরিঘাট হতে দেড়শত গজ উত্তরে কচা নদীর পূর্ব পাশে মো. জালাল উদ্দিন হাওলাদার এর বসত বাড়ীর উঠানে কতিপয় ব্যক্তি মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালালে মাদক বিক্রেতারা র্যাবের উপস্থিতি টের পেয়ে
পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা উপজেলার পুকুরিয়া গ্রামের মো. নজরুল হাওলাদার ছেলে মো. হোসেন হাওলাদার(২৪) ও একই
উপজেলার মুক্তারপুর গ্রামের মো. মোখলেছ খানের ছেলে মো. সুমন খান(২৪) কে আটক করেন। পরে তাদের দেয়া তথ্য মতে ৭২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. জিল্লুর রহমান বাদী হয়ে কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আটককৃতরা পুলিশের তালিকাভুক্ত নিয়মিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
পিরোজপুরের কাউখালী র্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
0
Share.