সেজু হত্যার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার

0
বাংলাদেশ থেকে নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি: নবীগঞ্জে আলোচিত মিশুক অটোরিকশা চালক সেজু হত্যার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। নবীগঞ্জে চাঞ্চল্যকর মিশুক চালক গুজাখাইড় গ্রামের সাহিদ উল্লাহ’র ছেলে আবেদ উল্লাহ সেজু (১৮) হত্যা মামলার গ্রেপ্তারকৃত সুয়েব মিয়ার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত সোমবার ( ০৯ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ আদালতে হাজির করে তিনদিনের রিমান্ডের আবেদন করেন নবীগঞ্জ থানা পুলিশ।শুনানী শেষে আদালত সুয়েবের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পর হত্যাকারী সুয়েব পুলিশকে জানায়,পৌর এলাকার এম আর সি ব্রিক ফিল্ড পিছনে হত্যা করি, পরে মরদেহ আইয়ুব আলীর ধান ক্ষেতে ফেলে আসি। হত্যার সরঞ্জাম এম আর সি ব্রিক ফিল্ড পিছনে নালার মধ্যে ফেলে দেই।রিমান্ড মঞ্জুরের পর রবিবার(১৫ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ সুয়েবের তথ্য মতে তাকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ১ টি চুরি ও ১টি ইট উদ্ধার করেন। এ ব্যাপারে তদন্তকারী অফিসার এস আই সামছুল ইসলাম জানান,রিমান্ড মঞ্জুরের পর থাকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা শিকার করে এবং তার তথ্য মতে তাকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে হত্যার সরঞ্জাম উদ্ধার করি।সরঞ্জাম গুলো হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হবে।প্রসঙ্গত, গত শনিবার রাত ৯ টায় সময় ব্যাটারিচালিত অটোরিকশা চালানো অবস্থায় নিখোঁজ হয় ওই যুবক। গত ২৭ অক্টোবর হবিগঞ্জ রোডের পৌর এলাকার পূর্ব তিমির পুর এলাকার এমআরসি ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। গত শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর ইউ/পির পশ্চিম তিমির পুর গ্রামের একটি ফিসারী থেকে সুয়েবকে গ্রেফতার করে পুলিশ।
Share.