রিয়ালের জয়ের দিনে বেলকে নিয়ে বিতর্ক!

0

স্পোর্টস ডেস্ক: গ্যারেথ বেলকে নিয়ে বিতর্কের দিনে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে ৩-১ গোলে হারিয়েছে জিদানের শিষ্যরা। শুরুটা অবশ্য পিছিয়ে পড়ে হয়েছিল মাদ্রিদের। ২ মিনিটে দা সিলভার গোলে এগিয়ে গিয়েছিল সোসিয়েদাদ। রিয়াল মাদ্রিদের সমতায় ফিরতে সময় লাগে ৩৭ মিনিট। কারিম বেনজিমার গোলে সমতায় ফেরার পর পরই ছন্দ ফিরে পায় তারা। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে ভালভারদে ও ৭৪ মিনিটে লুকা মদরিচের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১। জয়ের দিনে বেশি বিতর্ক ছড়িয়েছে বেলকে নিয়ে বার্নাব্যু সমর্থকদের এক প্রকার অস্বস্তি প্রদর্শন। ওয়েলসের ইউরো বাছাইয়ের ম্যাচে অদ্ভূত এক উদযাপন করেছিলেন বেল। এমন এক ব্যানারকে পেছনে রেখে তিনি হাসছিলেন আর অঙ্গভঙ্গি করছিলেন যাতে লেখা ছিল-‘ওয়েলস, গলফ, মাদ্রিদ’। বিষয়টি ভালো চোখে নেয়নি স্প্যানিশ রাজধানীর সমর্থকরা। বদলি হিসেবে মাঠে নামার পর থেকে প্রতিটি ক্ষণেই দুয়োর শিকার হয়েছেন ওয়েলস ফরোয়ার্ড। তবে শেষ দিকে ভালো পারফরম্যান্সের জন্য হাততালিও মেলে তার। এই জয়ের পর বার্সার সঙ্গে সমান পয়েন্ট হলেও দ্বিতীয় স্থানে রিয়াল। বার্সেলোনার পয়েন্ট ২৮ আর গোল ব্যবধানে পিছিয়ে রিয়াল মাদ্রিদেরও অর্জন ২৮।

Share.