ঢাকা অফিস: পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং নায্য মূল্য নিশ্চিত করতে নাটোরে পুলিশি পাহারায় পেঁয়াজ বিক্রি শুরু করা হয়েছে। সোমবার বাংলাদেশ সময় দুপুরে কালেক্টরেট ভবন চত্ত্বরে টিসিবি’র পেয়াজ বিপনণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে ক্রয় করতে নারী-পুরুষের ভীড় দেখা যায়। প্রত্যেকে একদিনে ১ কেজি পেয়াঁজ ক্রয় করতে পারবেন। লাইন ধরে পেঁয়াজ কিনতে হিমশিম খেলেও সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ক্রেতারা। টিসিবি’র পেঁয়াজ ডিলার মানিক সাহা জানান, সোমবার নাটোর কালেক্টরেট ভবন চত্বর থেকে মোট ২ টন (২ হাজার কেজি) পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এরপর টিসিবি কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী বিক্রয় কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশি পাহারায় টিসিবি’র ৪৫টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি
0
Share.