স্বাস্থ্য ডেস্ক: ৫৬ বছর বয়সী এক ব্যক্তির শরীর থেকে ৭ দশমিক চার কেজি ওজনের একটি কিডনি অস্ত্রোপচার করে বাদ দিয়েছেন ভারতের দিল্লি শহরের একটি হাসপাতালের চিকিৎসকরা। বলা হচ্ছে, এটি সর্বোচ্চ ওজনের মানব কিডনি। সোমবার (২৫ নভেম্বর) দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারটি সম্পন্ন হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। জানা গেছে, অটোসোম্যাল ডমিন্যান্ট পলিসাইস্টিক কিডনি ডিজিজ নামে জন্মগত রোগে ভুগছিলেন ওই ব্যক্তি। এই রোগে দু’টি কিডনিই ফুলে ওঠে এবং রেচনক্রিয়া বাধাগ্রস্ত হয়। হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসক ড. শচিন কাঠুরিয়া জানিয়েছেন, প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে ওই ব্যক্তির শরীর থেকে কিডনিটি অপসারণ করা হয় যা প্রায় তার পেটের ভেতরে ঢুকে গিয়েছিল। তিনি বলেন, দু’টি সদ্যজাত শিশুর ওজনের চেয়েও ওই কিডনিটির ওজন ছিল বেশি।
রোগীর পেট থেকে বের হলো ৭ কেজি ওজনের কিডনি
0
Share.