আর্চারের কাছে ক্ষমা চাইবেন উইলিয়ামসন

0

স্পোর্টস ডেস্ক: বর্ণবাদী আচরণের ঘটনায় জোফরা আর্চারের কাছে ক্ষমা চাইবেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। সিরিজের প্রথম টেস্টে হারের পর মাঠে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ইংলিশ পেসার। সোশ্যাল মিডিয়ায় এ ঘটনা প্রকাশের পর থেকেই অনুতপ্ত নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ২৪ বছর বয়সী আর্চার বে ওভালে সেই বর্ণবাদী ভক্তের আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘সত্যিই খুব বিরক্তিকর। যখন নাকি দলকে বাঁচানোর চেষ্টা করছি, তখন এমন বর্ণবাদী আচরণ।’ তিনি আরও বলেছেন, ‘মাঠের সবাই অসাধারণ ছিল কিন্তু একজন ছাড়া। বার্মি আর্মিও যেমন থাকে তেমনই ছিল।’ এই বে ওভালের কাছেই তৌরাঙ্গায় বড় হয়েছেন কেন উইলিয়ামসন। সফরকারী দলের কেউ এমন ঘটনার শিকার হয়েছেন। এমনটা শোনার পর তিনি নিজেও খুব বিস্মিত! এমনকি আর্চারের মুখ খুলবার আগ পর্যন্ত তিনি ও তার দল জানতেন না এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা। অথচ নিউজিল্যান্ডের মানুষ খুব ভদ্র জাতি বলে পরিচিত সবখানে। তাদের আছে বহু সংস্কৃতির মিশ্রণও। তাই এমন ঘটনায় আর্চারের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার কথা বলেছেন কিউই অধিনায়ক, ‘আসলে আমরা কিউইরা যে ধরনের হয়ে থাকি, এটা তার বিপরীত ঘটনা। আশা করছি এমন ঘটনা হয়তো আর ঘটবে না। আমি শুধু সেই কিউইর পক্ষ হয়ে জোফরার কাছে ক্ষমা চাইতে পারি’ এমন ঘটনায় বিস্মিত হওয়ার কথাই জানান তিনি, ‘আমি বিস্মিত কিনা? অবশ্যই। শতভাগ বলতে পারি। পরের ম্যাচে ওর সঙ্গে যদি পারি দেখা হলেই এ নিয়ে কথা বলবো।’

Share.