দেশের বিভিন্ন স্থানে দুদকের ৬ অভিযান

0

ঢাকা অফিস: অনিয়ম, দুর্নীতি আর প্রতারণার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে ছয়টি অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নওগাঁ, কুমিল্লা, যশোর ও টাঙ্গাইলে সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনিট অভিযানগুলো পরিচালনা করে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য। দুদক জানায়, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নওগাঁর বাদলগাছি থেকে মথুরাপুর সড়ক নির্মাণের অভিযোগে অভিযান চালায় দুদক। অভিযানে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করে সড়ক নির্মাণের প্রমাণ পায় দুদক টিম। এ কাজে উপজেলা প্রকৌশল অফিস এবং ঠিকাদারদের সংশ্লিষ্টতার তথ্যও উঠে আসে। একই টিম কৃষিজমি ব্যবহার করে অবৈধভাবে ইটভাটা তৈরির অভিযোগে আরও একটি অভিযান চালায়। এদিকে, কুমিল্লা সিটি করপোরেশনের ডিপিপি প্রকল্পে দুর্নীতির অভিযোগে অভিযান চালানো হয়। প্রকল্পের আওতায় রাজাপাড়া রোড থেকে সিটিজি রোড পর্যন্ত সড়ক নির্মাণে দুর্নীতির প্রমাণ মেলে। পরে বেশ কিছু অনিয়মের বিষয়ে স্থানীয় মেয়রের সঙ্গে আলোচনা করে দুদক টিম। মেয়র দুদক টিমকে জানান, উল্লেখিত কাজটি টেন্ডার ডকুমেন্ট অনুযায়ী ২০২০ সালের জুন মাসে বুঝিয়ে দেওয়ার কথা। এছাড়া যশোর ও টাঙ্গাইলেও পৃথক অভিযান চালানো হয়।

Share.