বঙ্গবন্ধুকে ভালোবাসে ১২০ ফুট লম্বা কেক বানালেন যুবক

0

ঢাকা অফিস: পাবনার ঈশ্বরদীতে ক্ষুদ্র ব্যবসায়ী হিরক আহমেদ (৪০) তার নিজস্ব অর্থায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর ভালোবাসা থেকে ৮০০ পাউন্ড ওজনের ১২০ ফুট লম্বা কেক তৈরি করেছেন। বুধবার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টায় ঈশ্বরদী পৌর এলাকার শামসুর রহমান শরীফ ডিলু হোমিওপ্যাথিক কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জন্মদিনে বিশ্বের বৃহৎ এই কেক কাটবেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস।ঈশ্বরদীর সাংবাদিক মহিদুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে হিরোকের তৈরি ১২০ ফুট দৈর্ঘ্যের এই কেক বিশ্বের সর্ববৃহৎ। এর আগে এতবড় আর কোনো কেকের সন্ধান পাওয়া যায়নি।কেক তৈরিকারক হিরক জানান, তিনি ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু বঙ্গবন্ধুকে ছোট বেলা থেকেই ভালোবাসেন। তাই বঙ্গবন্ধুর জন্মদিনে এই কেক বানাতে পেরে তিনি খুব খুশি। অনেক মানুষ এই কেক দেখতে আসছে। তাতেও ভালো লাগছে।

Share.