ঢাকা অফিস: উখিয়ায় সন্ত্রাসীরা গলা টিপে নির্মম ভাবে এক টমটম চালককে হত্যা করেছে। রবিবার বাংলাদেশ সময় ভোরে উখিয়ার রাজাপালং পূর্ব দরগাহ বিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টমটম চালক মাহবুবুল আলম প্রকাশ মাহাবু (২৫) পূর্ব দরগাহ বিল হাতিমোরা গ্রামের গুরা মিয়ার পুত্র। স্থানীয়রা জানিয়েছেন, এলাকার কতিপয় সন্ত্রাসী টমটম চালককে গলাটিপে হত্যা করে পার্শ্ববতী ধান ক্ষেতে ফেলে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। উখিয়া থানার ওসি তদন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টমটম চালককে গলা টিপে হত্যা
0
Share.