ডেস্ক রিপোর্ট: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ভিয়েনা আলোচনায় তার দেশের উপস্থিতিই প্রমাণ করে মার্কিনি ‘সর্বোচ্চ চাপ’ ব্যর্থ হয়েছে। তেহরানে তিনি মঙ্গলবার এক বৈঠকে এ মন্তব্য করেন।রুহানি বলেন, ইরানি জনগণের দৃঢ়তা ও প্রতিরোধের ফলে শত্রুর সর্বোচ্চ চাপ প্রয়োগ ও অর্থনৈতিক যুদ্ধ ব্যর্থ হয়েছে এবং আমেরিকা নিজে এই ব্যর্থতার কথা স্বীকার করেছে।তিনি আরও বলেন, আমরা এখন ভিয়েনা আলোচনায় অতীতের চেয়ে শক্তিশালী অবস্থানে থেকে কথা বলছি।ভিয়েনা বৈঠকে এ পর্যন্ত ৬০ ভাগ অগ্রগতি হয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, মার্কিনিরা সততা দেখালে অতি অল্প সময়ের মধ্যে এ আলোচনা থেকে ইতিবাচক ফল বেরিয়ে আসবে।ইরানের প্রেসিডেন্ট বলেন, আলোচনায় আমাদের তাড়াহুড়ো না থাকলেও আমরা প্রতিটি সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করব।উল্লেখ্য, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যুক্তরাষ্ট্র ছাড়া ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে চুক্তি করা অন্য ৫টি দেশ বৈঠক করছে।
ভিয়েনা বৈঠকে ইরানের উপস্থিতি মার্কিনিদের ব্যর্থতার প্রমাণ: রুহানি
0
Share.