ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভ্যারিয়েন্ট থাকতে পারে এমন সন্দেহে বাংলাদেশসহ ছয় দেশের অভিবাসীদের কাতারে প্রবেশে বাধ্যতামূলক ১০ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা জারি হয়েছে। প্রত্যেক প্রবাসীকে কাতার ফিরে নিজ খরচে হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিষয়টি নিয়ে হতাশ বাংলাদেশি প্রবাসীরা।ছয় দেশের অভিবাসীদের জন্য কাতারে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইনের অভিবাসীরা কাতার প্রবেশ করলে ১০ দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে। ভারতের করোনা পরিস্থিতি নাজুক থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়।এদিকে কাতার সরকারের এমন ঘোষণায় হতাশ প্রবাসী বাংলাদেশিরা। দেশ থেকে ছুটি কাটিয়ে কাতার ফিরে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনের এত টাকা দিতে হিমশিম অবস্থা হবে বলে মনে করছেন তারা।করোনা ভ্যাকসিনের দুই ডোজ নিয়ে ছুটিতে গেলে ফিরে আসতে কোয়ারেন্টিন লাগবে না এমন ঘোষণা দিয়েছিল কাতার। তবে হঠাৎ করে দেশটির সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বড় ধরনের বিপদে পড়েছেন দেশে ছুটি কাটাতে আসা বহু প্রবাসী বাংলাদেশি।
কাতারে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিয়ে হতাশ প্রবাসী বাংলাদেশিরা
0
Share.