কুষ্টিয়ায় একদিনে করোনায় আরও ৫ জনের মৃত্যু

0
ঢাকা অফিস: কুষ্টিয়ার গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তারা কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২৭ জুন) হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে ৫৭৭ জনের নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৭০ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা  ৬ হাজার ৯৯০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ২৮০ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে ১৮৫ জনের। বর্তমানে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৬৪ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৪১২ জন।তিনি আরও জানান, হাসপাতালে রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে। চিকিৎসাসেবা দিতে গিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা করোনায় আক্রান্ত হচ্ছেন। ইতোমধ্যে হাসপাতালটিকে করোনা ডেডিকেটেড করা হয়েছে। এমন অবস্থায় আমরা পরিস্থিতি সামলে নিয়ে সেবা অব্যাহত রাখতে জরুরি বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।
Share.