ডেস্ক রিপোর্ট: অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এতে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।শুক্রবার (২ জুলাই) ভোরে এ হামলা চালানো হয়।গেল মে মাসে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ নিয়ে টানা তিনবার গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।বোমা হামলা চালানো প্রসঙ্গে ইসরায়েলের দাবি, গাজা থেকে বিস্ফোরকভর্তি বেলুন ছোড়া হয়েছিল। তার জবাবেই হামাসের অস্ত্রাগারে তারা বিমান হামলা চালিয়েছে। যে স্থানে হামলা করা হয়েছে হামাস সেখানে তাদের অস্ত্রের উন্নয়ন করতো।যদিও বেলুন ছোড়ার অভিযোগ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি হামাস।
গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা
0
Share.