ডেস্ক রিপোর্ট: চীনের কমিউনিস্ট পার্টির নির্দেশে উইঘুরদের অন্তর্গত একটি মসজিদ ধ্বংস করা হয়েছে। এখন এই ধ্বংসপ্রাপ্ত মসজিদের স্থানে হিলটন হোটেল নির্মাণের পরিকল্পনা করেছে চীনা সরকার। মসজিদের স্থানে হোটেল নির্মাণের পরিকল্পনার খবর প্রকাশের পর মুসলমানেরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে।এই খবরটি সর্বপ্রথম টেলিগ্রাফ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে, শিনচিয়াং প্রদেশের হুতান শহরে ধ্বংসপ্রাপ্ত ‘দুলিং মসজিদের’ জায়গায় হিলটন হোটেল নির্মাণ করা হবে। এই হোটেলটি হিলটন ওয়ার্ল্ডওয়াইড হোল্ডিংস ইন হোটেল কমপ্লেক্সের অংশ যা এক চীনা বিনিয়োগকারী তৈরি করতে চাচ্ছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিল্টনের ওয়েবসাইটে পর্যালোচনা করে জানা গেছে যে শিনচিয়াং প্রদেশে হিলটন গ্রুপের মালিকানাধীন বেশ কয়েকটি সম্পত্তি রয়েছে।এই পরিকল্পনার বিরুদ্ধে আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এই কাউন্সিল নিজস্ব ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে লিখেছে, হিলটন কোম্পানি যদি ভেঙে দেয়া মসজিদের জায়গায় হোটেল নির্মাণ করে, তাহলে এটি চীন সরকারকে উইঘুরদের বিরুদ্ধে সাংস্কৃতিক নির্মূলীকরণে সহায়তা করবে। উইঘুরদের নির্মূল করতে সহায়তা করার অর্থ হচ্ছে তাদের গণহত্যা করতে সহায়তা করা।হুতান শহরের দুলিং মসজিদটি ২০১৮ সালে ধ্বংস করা হয়েছে। স্যাটেলাইট থেক ধারণকৃত ছবিতে দেখা গেছে যে, একটি বুলডোজার দ্বারা মসজিদটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছ। হুতান শহরটি শিনচিয়াং প্রদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এই শহরের জনসংখ্যা প্রায় ৫ লাখের অধিকাংশই মুসলিম।
ভেঙে ফেলা মসজিদের জায়গায় হোটেল নির্মাণের পায়তারা
0
Share.