কেমিক্যাল প্লান্ট বিস্ফোরণে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু, আহত ২১

0

ডেস্ক রিপোর্ট: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অদূরে ব্যাং-ফিলি শহরের একটি কেমিক্যাল প্লান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং ২১ জন আহত হয়েছে।সুবর্ণভূমি বিমানবন্দরের কাছেই অবস্থিত ‘দ্য মিং দিহ’ কেমিক্যাল প্লান্টটি। এখানে ফোম এবং প্লাস্টিক উৎপাদন করা হতো। সোমবার (৫ জুলাই) এক মারাত্মক বিস্ফোরণ ঘটে এই কেমিক্যাল প্লান্টটিতে। এতে করে ভবনটিসহ আশেপাশের প্রায় ১ কিলোমিটারের মধ্যে অবস্থিত ভবনগুলোও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।স্থানীয় বাসিন্দা বাইতুং নিসারত বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম ভয়াবহ কোনো বজ্রপাত। এরপর আমি আগ্নেয়গিরির মতো কিছু একটা দেখতে পাই। মুহূর্তের মধ্যেই বাড়িগুলো কাঁপতে শুরু করে, যেন ভূমিকম্প হচ্ছে চারিদিকে।’থাইল্যান্ডভিত্তিক গণমাধ্যম ব্যাংকক পোস্টের মাধ্যমে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রনে ৩০ টি ফায়ার ইঞ্জিন এবং বেশ কয়েকটি হেলিকপ্টার একযোগে কাজ করেছে। ধারণা করা হচ্ছে, প্লান্টিতে এখনো প্রায় ৫০ টনের মতো কেমিক্যাল মজুদ আছে। অগ্রীম সতর্কতা স্বরূপ আশেপাশের ৫ কিলোমিটারের মধ্যের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।শহরস্থ একটি বিদ্যালয় এবং একটি সরকারি অফিসকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে। যদিও আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে বিস্ফোরণের সূত্রপাত সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

Share.