ফের করোনা টিকা রপ্তানি করবে ভারত

0

ডেস্ক রিপোর্ট: ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানদাভিয়া সোমবার বলেছেন, উদ্ধৃত্ত থাকা কোভিড-১৯ টিকার ডোজ চলতি বছরের অক্টোবর থেকে ফের রপ্তানি শুরু করবে দিল্লি।ভারত হচ্ছে বিশ্বের সববৃহৎ টিকা উৎপাদনকারী দেশ। কিন্তু দেশটি করোনার ভয়ঙ্কর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর করোনা টিকার রপ্তানি বন্ধ করে দেয় দেশটি। নিজ দেশের নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার ভারতীয় এই সিদ্ধান্তের কারণে বৈশ্বিক টিকা ভাগাভাগি করে নেয়ার কর্মসূচি কোভ্যাক্স বড় একটা ধাক্কা খায়।মানদাভিয়া বলেছেন, নিজেদের ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রকল্পের আওতায় এবং কোভ্যাক্সের বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে ভারত এখন করোনা টিকা রপ্তানি শুরু করবে।তিনি বলেন, এটি আমাদের ‘বাসুদৈব কুটুম্বকম’ এর নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের জন্য বিশ্বের প্রতি ভারতের প্রতিশ্রুতি পূরণের জন্য টিকার উদ্বৃত্ত সরবরাহ করা হবে।তিনি আরও বলেন, ভারতীয়দের টিকা দেয়া সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ভারত এখন পর্যন্ত ৯০টিরও বেশি দেশে ৬.৬ কোটি ডোজ ভ্যাকসিন রপ্তানি করেছে।

Share.