শনিবার, নভেম্বর ২৩

লেস্টারকে উড়িয়ে দিলো লিভারপুল

0

স্পোর্টস ডেস্ক: সেরা পারফরম্যান্সটা হয়তো বক্সিং ডের জন্য জমা রেখেছিল লিভারপুল। লেস্টার সিটিকে বিধ্বস্ত করে প্রিমিয়ার লিগে নিজেদের আধিপত্য আরও বাড়ালো তারা, ১৩ পয়েন্টে এগিয়ে থেকে এক নম্বরে। ব্যবধানটা ১১ পয়েন্টে কমিয়ে আনতে শুক্রবার উলভারহ্যাম্পটনের মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট তাদের। অন্যদিকে লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিস্টার। ইয়ুর্গেন ক্লপের দল ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট অর্জন করেছে। লিভারপুলের সাবেক কোচ ব্রেন্ডন রজার্সের দল প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে পিছিয়ে থেকে। এরপর দ্বিতীয়ার্ধে ৭ মিনিটের ব্যবধানে আরও তিন গোল করে অলরেডরা। দুই অর্ধে রবার্তো ফিরমিনো করেন দুটি গোল। জেমস মিলনারের পেনাল্টি ও ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের স্ট্রাইকে দুর্দান্ত জয় আদায় করে লিভারপুল। এই জয়ে ৩০ মৌসুমে প্রথম লিগ শিরোপার দৌড়ে বড় ধাপই ফেললো ইয়ুর্গেন ক্লপের দল। আগামী রবিবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলবে তারা। বড়দিনে বড় জয় পেয়েছে ম্যানইউও। অ্যান্থনি মার্শালের জোড়া লক্ষ্যভেদে ৪-১ গোলে নিউক্যাসেল ইউনাইটেডকে হারিয়েছে তারা। এই জয়ে ১৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সাতে উঠে গেছে ম্যানচেস্টার ক্লাব।

Share.