শনিবার, নভেম্বর ২৩

সৌদি আরবে ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ আহত- ১০

0

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের একটি বিমানবন্দরে দুটি বিস্ফোরকবাহী ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় জিজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্ধরে এই হামলার ঘটনা ঘটে। শুক্রবার রাতে এবং শনিবার ভোরে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটে। সৌদি নেতৃত্বাধীন জোটের সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানা । সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, আহত বাংলাদেশিরা বিমানবন্দরের কর্মী বলে জানা গেছে। বাকিদের মধ্যে ছয় জন সৌদি আরবের এবং একজন সুদানের নাগরিক। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ড্রোন হামলার ফলে বিমানবন্দরটির ফ্লাইট চলাচল কার্যক্রম ব্যাহত হয়নি। কোনো পক্ষ বা গোষ্ঠী এখনও বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেনি। তবে, ইরানের মদদপুষ্ট হুতি গোষ্ঠী প্রায়ই সৌদি আরবের নানা স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে থাকে। জিজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দর ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। ইয়েমেনে ইরানের মদদপুষ্ট হুথি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মানসুর হাদীসহ অন্যান্য গোষ্ঠীকে ২০১৫ সাল থেকে সহায়তা করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।

Share.