গ্রিসে শক্তিশালী ভূমিকম্প,৬.৩ মাত্রার আঘাত

0

ডেস্ক রিপোর্ট: গ্রিসে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির ক্রিট দ্বীপে স্থানীয় সময় দুপুর ১২টা ২৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রা। ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির সিটিয়া বন্দর শহর থেকে প্রায় ৩১ মাইল দক্ষিণ-পূর্বে। আর ভূপৃষ্ঠের ৬ দশমিক ২ মাইল গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। তবে এই ঘটনায় তাৎক্ষণিক গুরুতর ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গত ২৭ সেপ্টেম্বর গ্রিসের ক্রিট দ্বীপে ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেসময় একটি ভবনের নিচে চাপা পড়ে একজন নিহত হন।

Share.