শনিবার, নভেম্বর ২৩

প্রথম নারী প্রধানমন্ত্রী পাওয়ার পথে সুইডেন

0

ডেস্ক রিপোর্ট: সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন। চলতি মাসে পদত্যাগ করবেন বলে গত আগস্টে জানিয়েছিলেন দেশটির মধ্য-ডানপন্থী এ প্রধানমন্ত্রী। তার পদত্যাগের কারণে আগামী সপ্তাহে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যাতে প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে পারে সুইডেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। খবরে আরও বলা হয়, ৬৪ বছর বয়সী স্টিফান লোফভেন বুধবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগের কারণে সুইডেনের অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের জন্য প্রধানমন্ত্রীর হওয়ার পথ খুলে গেছে। আগামী সপ্তাহে দেশটির পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। সেখানে আইনপ্রণেতাদের সমর্থন পেলে অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন হবেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। সাবেক ইউনিয়ন আলোচক ও সমঝোতাকারী স্টেফান লোফভেন ২০১৪ সাল থেকে গ্রিন পার্টির সঙ্গে সংখ্যালঘু জোটের নেতৃত্ব দিয়ে আসছেন। গত সপ্তাহে স্যোশাল ডেমোক্র্যাটসের নেতা হিসেবে লোফভেনের স্থলাভিষিক্ত হন অ্যান্ডারসন এবং নতুন সরকার গঠনের জন্য পার্লামেন্টের স্পিকারের প্রথম পছন্দ হতে পারেন তিনি। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত লোফভেনই দেশটির তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন।

Share.