স্পোর্টস রিপোর্ট: চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে পিছিয়ে ছিল ভিয়ারিয়াল। তবে দ্বিতীয় লেগে শুরুতেই ছন্দে ফিরেছিল। লিভারপুলের বিপক্ষে সমতাও টেনেছিল তারা। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে সেই ছন্দ ধরে রাখতে পারেনি উনাই এমেরির দল। অপরদিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনাল নিশ্চিত করলো অল রেডসরা। মঙ্গলবার (৩ মে) রাতে ভিয়ারিয়ালের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-২ ব্যবধানে জয়লাভ করে লিভারপুল।ম্যাচে ভিয়ারিয়ালের হয়ে গোল দু’টি করেন বোলায়ে দিয়া ও ফ্রান্সিস কোকেলিন। লিভারপুলের হয়ে তিনটি গোল আসে ফাবিনিয়ো, লুইস দিয়াস ও সাদিও মানের পা থেকে।নিজেদের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। কেপুকের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন কোকেলিন। দুই লিগ মিলিয়ে সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে উনাই এমেরির দল। প্রথমার্ধে দারুণ ছন্দে থাকা ভিয়ারিয়ালকে বিরতির পর খুঁজেই পাওয়া যাচ্ছিলো না। লিভারপুলের আক্রমণাত্মক ফুটবলের কাছে খেই হারিয়ে ফেলে দলটি। ৬২তম মিনিটে ফাবিনিয়োর গোলে ব্যবধান কমায় লিভারপুল। মোহামেদ সালাহর পাস থেকে দারুণ শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। চার মিনিট পর অল রেডসের সমতায় ফেরান দিয়াস। ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ডের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন এই কলম্বিয়ান। দুই লেগ মিলিয়ে এগিয়ে যাওয়া লিভারপুল ম্যাচেও এগিয়ে যায় ৭৪তম মিনিটে। ভিয়ারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুলির ভুলে বল পেয়ে যান সাদিও মানে। সুযোগ পেয়ে ফাঁকা জালে সহজেই বল পাঠান সেনেগালের এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত প্রতিযোগীতা থেকে ছিটকে যায় জুভেন্টান, বায়ার্নকে বিদায় করে দেওয়া ভিয়ারিয়াল। দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার (৪ মে) রাতে ম্যানচেস্টার সিটিতে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ৪-৩ ব্যবধানে এগিয়ে রয়েছে সিটিজেনরা।