বাংলাদেশ থেকে গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ সালাথিয়া গ্রামে আজ মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই লেবু মিয়ার লাঠির আঘাতে ছোট বোন নাদিরা বেগম (৫৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। নাদিরা ওই গ্রামের মো. নাদের মিয়ার স্ত্রী। স্থানীয় লোকজন জানায়, দক্ষিণ সালাথিয়া গ্রামে ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি ফেলাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ভাই লেবু মিয়ার সঙ্গে ছোট বোন নাদিরা বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লেবু ও তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি লাঠির আঘাতে নাদিরা অজ্ঞান হয়ে পড়ে। এসময় প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এব্যাপারে সাঘাটা থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছিল। তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য লেবু মিয়ার স্ত্রী সোনাই বেগম ও তার পুত্রবধূ আঁখি বেগমকে আটক করা হয়েছে।