বাংলাদেশ থেকে গাজীপুর প্রতিনিধি: নিখোঁজের দুদিন পর তুরাগ নদী থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গাজীপুর মহানগরের গোদারাঘাট এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ। নিহত শিক্ষার্থী মোয়াজের বিন আলম(২৩) বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিনি রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের রেজাউল আলম হিরোর ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গাজীপুর মহানগরের গাছা থানায় একটি মামলা করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, শনিবার মোয়াজের তাদের ঢাকার বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি। পরবর্তীতে এ ঘটনায় তার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করে। সোমবার সকালে মোয়াজেরের মরদেহ পলাশোনার গোদারাঘাটের তুরাগ নদীতে ভেসে ওঠার খবর পায় পুলিশ। পরে গাছা থানা পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে টঙ্গী নৌপুলিশ মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোয়াজের নিখোঁজের পর রবিবার বাসন থানার ইসলামপুর এলাকায় নদীর পাড় থেকে তার পোশাক উদ্ধার করা হয়। পরে সোমবার সকালে পলাশোনা এলাকায় ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
নিখোঁজের দুদিন পর নর্থ সাউথের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
0
Share.