নাচগানের ভিডিও প্রকাশ, সমালোচনার মুখে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

0

 ডেস্ক রিপোর্ট:  ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে অংশগ্রহণ করেছিলেন। সেই পার্টিতে নাচগানের সময়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফিনল্যান্ডের সংগীতশিল্পী আলমাসহ কয়েকজন তারকা ও বন্ধুদের সঙ্গে নাচগান করছেন সান্না মারিন। অন্যদিকে বিরোধী দলগুলো সান্না মারিনের বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ তুলেছে। তারা সান্না মারিনের মাদক পরীক্ষার দাবি তুলেছে। তবে সান্না মারিন মাদক গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি শুধু অ্যালকোহল পান করেছেন বলে জানিয়েছে তিনি। ওই ভিডিও সম্পর্কে তিনি বলেন, তিনি জানতেন তার ভিডিও করা হয়েছে, তবে ভিডিওটি প্রকাশ করায় তিনি মনোক্ষুণ্ন হয়েছেন। তার মতে, ‘আমি নেচেছি, গেয়েছি, পার্টি করেছি-এগুলো সম্পূর্ণ বৈধ বিষয়। আমি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়িনি, যেখানে আমি অন্যদের মাদক গ্রহণ করতে দেখেছি বা শুনেছি।’ তিনি বলেন, ‘আমরা একটি পারিবারিক জীবন আছে, কর্মজীবন আছে এবং বন্ধুদের সঙ্গে কাটানোর মতো অবসর সময় আছে। আমার বয়সী অনেকের মতোই আমি থাকি।’ ‘‘এখন পর্যন্ত আমি যেমন আছি, তেমনই থাকতে চাই। আমার আশা, আমাকে সেভাবে মেনে নেওয়া হবে।’’ মারিনের জোট সরকারের অন্তর্ভুক্ত দল সেন্টার পার্টির মিকো কারনা এক টুইটার পোস্টে বলেছেন, স্বেচ্ছায় মাদক পরীক্ষা করানোটা প্রধানমন্ত্রীর জন্য বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হবে। যদিও মাদক পরীক্ষা করাতে তার আপত্তি নেই বলে জানিয়েছেন সান্না মারিন।

Share.