যশোর সীমান্তে ১৭টি সোনার বারসহ পাচারকারী আটক

0

বাংলাদেশ থেকে যশোর প্রতিনিধি: যশোরের শার্শার সীমান্ত এলাকা থেকে এক কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মোনতাজ পুটখালী গ্রামের প্রয়াত দ্বীন মোহাম্মাদের ছেলে। শুক্রবার সকাল ১১টার দিকে রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। ২১-বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সকাল ১১টার দিকে শার্শার রুদ্রপুর সীমান্ত অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। তার শরীরে লুকিয়ে রাখা ১৭টি স্বর্ণেরবার জব্দ করা হয়। তিনি জানান, জব্দ করা সোনার ওজন এক কেজি ৯৮৫ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৬৩ লাখ টাকা। আটক মোনতাজ হোসেনকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে। তিনি আরো জানান, গত ছয় মাসে ২১-বিজিবির অধীনে প্রায় ১০ কেজি সোনা জব্দ করা হয়েছে। এ সময় ৬ জনকে আটক করা হয়। জব্দ করা মোট স্বর্ণের বাজার মূল্য প্রায় ৭ কোটি ৬৩ লাখ টাকা।

Share.