৪ অবৈধ প্রাইভেট ক্লিনিক বন্ধ ঘোষনা

0

ঢাকা অফিস: ধামরাইয়ের নিবন্ধনবিহীন তিনটি প্রাইভেট ক্লিনিক সাময়িক বন্ধ ও একটি প্রাইভেট ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা। গতকাল সোমবার (২৯ আগস্ট ) সারাদিন ব্যাপী বারবাড়িয়া, ইসলামপুর,ধামরাই বাজার,কাওয়ালীপাড়া বাজার অবস্থিত ক্লিনিক ও ডায়গনোস্টিক প্রতিষ্ঠানে অভিযান চালান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এ সময় বারবাড়িয়া বাজারের বারবাড়িয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামপুরের আল মদিনা স্কয়ার হাসপাতাল ও ধামরাই দক্ষিন পাড়ার ধামরাই ডায়াবেটিক সমিতি কে সাময়িক বন্ধ করে দেওয়া হয় এবং কাওয়ালীপাড়া বাজারের জনকল্যাণ জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে। ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান,স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে,যাদের লাইসেন্স নেই সে ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে। আর কিছু ক্লিনিক মালিকদের সংশোধন করার কথা বলা হয়েছিল, যারা সংশোধন করে নাই তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এ কার্যক্রম চলমান থাকবে।

Share.