তুরস্কে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত-২৮

0

ডেস্ক রিপোর্ট: তুরস্কে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কয়েকজন। এছাড়াও খনির ভেতরে অনেকে আটকা পড়েছেন। শনিবার তুরস্কের উত্তরাঞ্চলীয় বার্তিন প্রদেশের আমাসরায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি কৃষ্ণসাগর উপকূলে অবস্থিত। বিস্ফোরণের সময় অন্তত ১১০ জন শ্রমিক খনিতে কাজ করছিলেন। তাদের অধিকাংশই ভূপৃষ্ঠের ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিলেন। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে, উদ্ধারকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। খনিতে থাকা শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে। এখনও খনির ভেতর অর্ধশত শ্রমিক চাপা পড়ে আছেন। তাদের সবাইকে জীবিত উদ্ধারে সবরকম চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তুর্কি জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান। তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেছেন, ফায়ারড্যাম্পের কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে। তবে সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ধারণা করছেন, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক ট্রান্সফরমারের কারণেই এই বিস্ফোরণ।

Share.