ডেস্ক রিপোর্ট: হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি তুরস্ক ও সিরিয়ার দুর্গত অঞ্চলের মানুষদের জন্য ত্রাণ সহায়তা চেয়েছেন। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘আমার হৃদয় তুরস্ক ও সিরিয়ার মানুষদের কাছে পড়ে আছে।’ চলতি সপ্তাহে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩০ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ। ত্রাণের জন্য হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। সেকারণে শনিবার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার মানুষদের জন্য ত্রাণ সহায়তার আহ্বান জানান জোলি। তিনি সহায়তা প্রদানের কথা উল্লেখ করে তাদের জীবন বাঁচাতে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান। জোলি ভূমিকম্পের কিছু ছবিও পোস্ট করে ইনস্টাগ্রামে। সোমবার ভোরের দিকে যখন মানুষজন ঘুমিয়ে ছিলেন ঠিক তখনই আঘাত হানে এই ভূমিকম্পে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা( ইউএসজিএস) জানায়, সোমবার স্থানীয় সময় ৪টা ১৭ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮।
আমার হৃদয় তুরস্ক ও সিরিয়ার মানুষদের কাছে পড়ে আছে: অ্যাঞ্জেলিনা জোলি
0
Share.