১০ হাজার কোটি টাকার ঋণের প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক

0

ঢাকা অফিস: শেয়ারবাজারের মধ্যস্থতাকারীদের ১০ হাজার কোটি টাকার ঋণের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া এ বিষয়ে দ্রুত অর্থমন্ত্রণালয়কে মতামত পাঠানো হবে। রবিবার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর। বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমান বলেন, শেয়ারবাজারের সার্বিকদিক নিয়ে রবিবার বাংলাদেশ ব্যাংকের গর্বনরসহ অন্যান্যদের সঙ্গে বিএমবিএ’র নেতৃবৃন্দের দীর্ঘ আলাপ হয়। তারা শেয়ারবাজারের উন্নয়নে আন্তরিক। প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, শেয়ারবাজার মধ্যস্থতাকারীদের প্রস্তাবকৃত ১০ হাজার কোটি টাকার ঋণের বিষয়ে বাংলাদেশি ব্যাংক ইতিবাচক বলে গবর্নর আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ঋণের বিষয়ে দ্রুত সময়ে অর্থমন্ত্রণালয়ে মতামত পাঠানো হবে বলে জানিয়েছেন। সভায় বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির, বিএমবিএ’র সাধারন সম্পাদক রিয়াদ মতিন, ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের একটি প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ের কাছে শেয়ারবাজারের সহযোগিতায় ১০ হাজার কোটি টাকা দেওয়ার জন্য লিখিত প্রস্তাব দেয়। সেখানে ৬ বছরের জন্য ১০ হাজার কোটি টাকা চেয়ে প্রস্তাব করা হয়েছে। যা শেয়ারবাজারের সকল মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মধ্যে বিতরন করা হবে। এই টাকার বিপরীতে ২য় বছর থেকে ৩ শতাংশ হারে সুদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আর চতুর্থ বছর থেকে আসলসহ সুদ প্রদানের প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে প্রথম বছর সুদ চার্জ না করার আহ্বান করা হয়েছে। ১০ হাজার কোটি টাকা শুধুমাত্র শেয়ারবাজারের জন্যই ব্যবহার করা হবে বলেও লিখিত প্রস্তাবে উল্লেখ করা হয়। যা একটি বিশেষ অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালনা করা হবে। একইসঙ্গে ওই টাকার ব্যবহার নিয়ে নিয়মিত মনিটরিং করা হবে বলে জানানো হয়। এই প্রস্তাবের বিষয়ে অর্থ মন্ত্রণালয় মতামত চেয়ে বাংলাদেশ ব্যাংককে গত মাসে চিঠি দেয়।

Share.