আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী

0

ঢাকা অফিস:  আজ পঁচিশে বৈশাখ (৮ মে)। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত স্থানগুলোতে এবারও থাকছে উৎসব আয়োজন। তিন দিনব্যাপী আয়োজনে থাকবে আলোচনা, সংগীত, কবিতা, নাটক ও রবীন্দ্র মেলা। এসব আয়োজনে কবিভক্তদের ঢল নামবে। জমিদারি পরিচালনার জন্য এসে রবীন্দ্রনাথ এ বাংলায় সাহিত্য রচনায় মগ্ন ছিলেন। মানুষের সঙ্গে মিশে নেমেছিলেন সমাজ সংস্কারে। ২৫শে বৈশাখ বিশ্ব কবির জন্মবার্ষিকীতে নওগাঁর পতিসরে এবার থাকছে ৩ দিনের কর্মসূচি। পতিসর কাছাড়িবাড়িতে জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠানে থাকছে রবীন্দ্র দর্শন নিয়ে আলোচনা, রবীন্দ্র সংগীত, কবিতা আবৃতি ও গ্রামীণ মেলা। জমিদারি দেখা-শোনার জন্য এলেও কবি অবহেলিত নওগাঁর পতিসরবাসীর কাজ করেছেন। এখানে বসেই আমাদের ছোট নদী, তালগাছ একপায়ে দাঁড়িয়ে- এমন কাব্য রচনা করেছেন। কবির পছন্দের জায়গা ছিল কুষ্টিয়ার শিলাইদহ। এ কারণে এখানে বারবার এসেছেন, থেকেছেনও বেশি সময়। এখান থেকেই গীতাঞ্জলির অনুবাদ ও জাতীয় সংগীতসহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন। কুঠিবাড়িতেও তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানমালার সকল প্রস্তুতি সেরেছে প্রশাসন। বসছে রবীন্দ্র মেলা। সাহিত্য ও সংস্কারে রবীন্দ্রনাথ ঠাকুর আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি গ্রামের মানুষদের ভালো বেসেছেন, তাই জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতে ভক্তদের ঢল নামে। বাঙালীর আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক, বাংলাভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী আজ। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখের এই দিনে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ নোবেল বিজয়ী এই বাঙ্গালি কবিকে স্মরণ করবে তার অগণিত ভক্ত। শুধু দুই বাংলার বাঙালীই নয়, বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষীরা কবির জন্মবার্ষিকীর দিবসটি পালন করবে হৃদয় উৎসারিত আবেগ ও পরম শ্রদ্ধায়। এবার জন্মবার্ষিকী প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ।’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সরকারের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবার রবীন্দ্র জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে রবীন্দ্র স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসরে । এ ছাড়াও জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহ্জাদপুর, এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে। এ উপলক্ষ্যে রবীন্দ্রমেলা, রবীন্দ্রবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবির চিত্রশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমিও আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছে।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সরকারের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবার রবীন্দ্র জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হচ্ছে রবীন্দ্র স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসরে।

Share.