শনিবার, নভেম্বর ২৩

আরব আমিরাতের উপকূলে আবারও তেলবাহী জাহাজে আগুন

0

ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের উপকূলে আবারও তেলবাহী জাহাজে আগুন লেগেছে। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে যে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দর থেকে ৪০ কিলোমিটার দূরে ওই জাহাজটিতে আগুন লাগে। খবরে বলা হয়েছে স্থানীয় সময় বিকেল চারটার দিকে জাহাজটিতে আগুন লাগে এবং সেসময় এত বেশ কয়েকজন ক্রু ছিলেন। তবে তেলবাহী জাহাজটিতে কতজন ক্রু ছিলেন তা স্পষ্টভাবে জানা যায়নি। কয়েকটি সূত্র আরব আমিরাতের নিউজ ওয়েবসাইট ‘দ্য ন্যাশনাল’কে জানিয়েছে- সংযুক্ত আরব আমিরাতের উপকূল রক্ষীরা জাহাজের আগুন নেভানোর কাজে সহায়তা করে। তবে জাহাজটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কিনা তা জানা যায়নি। বার্তা সংস্থা এপি-কে মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা আগুন লাগার খবরটি সম্পর্কে অবগত রয়েছে। যে এলাকায় জাহাজে এই আগুন লাগার ঘটনা ঘটেছে ওই এলাকায় বেশ কিছুদিন ধরে চরম উত্তেজনা চলছে।

Share.