শনিবার, নভেম্বর ২৩

ঢাকা উত্তর সিটিতে নির্বাচিত হচ্ছেন আতিকুল ইসলাম

0

ঢাকা অফিস: সারা দিন বিরোধীদলের প্রার্থীদের অভিযোগ, ইভিএম বিভ্রাটসহ নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষ হয়। এখন চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সম্পন্ন এ নির্বাচনের ফল প্রকাশ। শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা টানা বিকেল ৪টা পর্যন্ত চলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে ১২০৫টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। সেখানে আওয়ামী লীগ আতিকুল ইসলাম ৪,১৫,৮০২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হতে যাচ্ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২,৪২,৮৪১ ভোট।

Share.