শনিবার, নভেম্বর ২৩

নারায়ণগঞ্জে গার্মেন্টসে গ্যাস ওয়েল্ডিং করার সময় পাইপ ফেটে দগ্ধ ১৪ জন

0

ঢাকা অফিস: নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় ক্রনি অ্যাপারেলসে একটি গার্মেন্টসে গ্যাস ওয়েল্ডিং করার সময় পাইপ ফেটে ১৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন,মেহেদী হাসান (৩০),মোঃজাকির হোসেন (২৬), মোঃ কামরুল (৪০),মোঃ মাহবুব(৩০),মোঃশফিক (২৮),সিকিউরিটি মোঃ মনির(২৮), মোঃ সামচু মিয়া (৩২), মোঃ রিপন (৩৪), মোঃ রুবেল মিয়া(১৯),জিতু (৪০),পলাশকান্তি (৪২), মোঃ মুকুল (৪২),মিঠুন (২৫) ও মুকুল (৪০)। বৃহস্পতিবার(০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.মোঃ তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্যাসের পাইপ লিকেস থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে ১৪জন শেখ হাসিনা বার্নে জরুরি বিভাগে এসেছে তাদের সবার জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, তাদের শরীরের দগ্ধের পরিমান এখনো জানা যায়নি বেশিরভাগই দগ্ধ একেবারেই কম, তাদের অবজারভেশনে রাখা হয়েছে, দুজনের পরিমাণ বেশি থাকায় তাদেরকে ভর্তি দেওয়া হবে বলেও জানান তিনি।

Share.