দেওয়ান লুৎফা খানম চৌধুরী’র ৩য় মৃত্যুবার্ষিকী আজ

0

বিশেষ প্রতিনিধি: ইংল্যান্ড থেকে প্রকাশিত সময় নিউজ 24 ডটনেট এর সম্পাদক ও প্রকাশক গাজী হুসনে আরা চৌধুরী এর শাশুরি দেওয়ান লুৎফা খানম চৌধুরী’র ৩য় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২১ সালের ৩ নভেম্বর নিউমোনিয়াজনিত কারণে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১১-২৫ মিনিটে মৃত্যুবরণ করেণ। তিনি দানশীল, পরোপকারী,ধার্মিক এবং সাদামনের মানুষ হিসেবে আত্মীয়স্বজনসহ সবার কাছে পরিচিত ছিলেন। তিনি স্বামী, ২ ছেলে ও ১ মেয়ে এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রহুমা দেওয়ান লুৎফা খানম চৌধুরী’র ৩য় মৃত্যুবার্ষিকী আজ এ উপলক্ষে লুৎফা-শহিদুর চৌধুরী ফাউন্ডেশন ও পরিবারের পক্ষ থেকে সকাল ৮:৩০ মিনিটে থেকে বাসায় কুরআন খতম, সকাল ১১-৩০ মিনিটে কবর জিয়ারত জুমার নামাজের পরে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া, দুপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে, এতিমখানায় দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, দেওয়ান লুৎফা খানম চৌধুরী’র স্বামী দেওয়ান শহিদুর রেজা চৌধুরী একসময়ের সুনামধন্য চা-পাতা ব্যবসায়ী উনার শ্রীমঙ্গল, চট্র্রগ্রাম ও ঢাকায় একাদিক চা-পাতা বিক্রয় প্রতিষ্ঠান ছিল, ২ ছেলের মধ্যে বড় ছেলে দেওয়ান কামরুল রেজা চৌধুরী খোকন তিনি ফ্রান্স প্রবাসী ২য় ছেলে দেওয়ান মশিউর রেজা চৌধুরী রিপন তিনি একাধারে একজন খেলোয়াড়, সংগঠক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, নাট্যকার, নাট্যনির্দেশক, মঞ্চাভিনেতা, সংস্কৃতি সেবক, শিক্ষানুরাগী ও সমাজ সেবক। দেওয়ান মশিউর রেজা চৌধুরী রিপন ইতিমধ্যেই জাতীয় পর্যায় একাদিক স্বর্ণ পদকসহ সম্মাননাও পদক অর্জন করেছেন তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ (আইপিসিবি)এর সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) এর সাবেক সাধারণ সম্পাদক এবং সময় নিউজ 24 ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর প্রধান সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। ১ মেয়ে ভাই বোনদের মধ্যে সবার ছোট দেওয়ান সাহারা আক্তার চৌধুরী ডেইজী সেও লন্ডন প্রবাসী।

 

উল্লেখ্য, ২য় ছেলে দেওয়ান মশিউর রেজা চৌধুরী রিপন এর স্ত্রী গাজী হুসনে আরা চৌধুরী যিনি বর্তমানে ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ (আইপিসিবি) এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) এর যুগ্ম সাংগঠনিক সম্পাদক এবং ইংল্যান্ড থেকে প্রকাশিত সময় নিউজ ২৪ ডটনেট অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন।

Share.