শনিবার, নভেম্বর ২৩

অজ্ঞাত রোগে শিশুর মৃত্যু, আক্রান্ত- ৩৫

0

ঢাকা অফিস: বান্দরবানের লামায় শিশু ও নারী-পুরুষসহ ৩৫ জন অজ্ঞাত রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। অজ্ঞাত এই রোগে দুতিয়া মুরুং নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে লামা উপজেলার সদর ইউনিয়নের লাইল্যা মুরুং পাড়ায়। লাইল্যা মুরুং পাড়ার কারবারী লাতুং মুরুং বলেন, গত কয়েকদিন ধরে পাড়ায় বেশ কয়েকটি পরিবারে ৩/৪ জন করে শিশু ও নারী-পুরুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের গায়ে গুটি উঠার পাশাপাশি জ্বর ও কাশি রয়েছে। লামা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, অজ্ঞাত রোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে ওই পাড়ায় দ্রুত স্বাস্থ্য কর্মী পাঠিয়েছি। এখনো নিশ্চিত বলা যাচ্ছে না এটি কী রোগ। অসুস্থদের শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। বান্দরবানের সিভিল সার্জন ডা. অংশপ্রু মার্মা জানান, আগামী ১৮ মার্চ থেকে বান্দরবানে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ১ লক্ষ ১৭ হাজার ৫০০ জন শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে এবং পুরো জেলায় ১টি টিমে ৫জন করে মোট ১৭০টি টিম কাজ করবে।

Share.