ঢাকা অফিস: নিখোঁজের সাত ঘন্টা পর জেলা শহরে ডিসি পর্যটন পার্ক এলাকার পার্শ্বে জঙ্গলের গর্তে নুপুর (০৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত বাংলাদেশ সময় রাত ১০টার দিকে দ্বিতীয় শ্রেনীর ছাত্রী ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুটি পঞ্চগড় জেলার রিকশা চালক হারুনুর রশিদের মেয়ে। গত দুই মাস থেকে তিনি স্ত্রী সন্তানকে নিয়ে শহরের ফকিড়পাড়া এলাকার জনাব আলীর বাসায় ভাড়ায় বসবাস করছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে শিশু নুপুর নিত্যদিনের ন্যায় খেলার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় । এরপর বিভিন্ন জায়গাতে খুজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে পরিবারের স্বজনেরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরে রাতে স্থানীয়রা নির্মানাধীন ডিসি পর্যটন পার্কের পার্শ্বে জঙ্গলের একটি গর্তের ভেতর শিশুটির মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ঠিক কি কারণে এই শিশুটিকে কে বা কারা হত্যা করেছে তদন্তের আগে তা এখন বলা যাচ্ছেনা এবং এর তবে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় কয়েকজন যুবককে থানায় রাখা হয়েছে।
নিখোঁজের ৭ ঘন্টা পর কন্যা শিশুর মরদেহ উদ্ধার
0
Share.