শনিবার, ডিসেম্বর ৭

বুয়েটের রাস্তায় যান চলাচল বন্ধ

0

ঢাকা অফিস: পলাশী থেকে বকশিবাজার পর্যন্ত বুয়েটের ভেতর দিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টার পর থেকে যান চলাচল বন্ধ করে বুয়েটের শহীদ মিনার সংলগ্ন সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এর আগে পুরো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শহীদ মিনারে এসে শিক্ষার্থীরা জড়ো হন। এরপর শহীদ মিনার সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। এদিকে, বুয়েট ক্যাম্পাসের পলাশী ও বকশিবাজার প্রান্তের প্রবেশমুখে শিক্ষার্থীরা বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছেন। প্রবেশমুখগুলোতে শিক্ষার্থীদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এতে করে সাধারণ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যামবুলেন্স চলতে দেওয়া হচ্ছে। এর আগে বুধবার সকাল ১১টায় নতুন করে ১০ দফা দাবি জানান শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে প্রশাসনের জবাবদিহিতা, বিগত নির্যাতনের বিচার, নিরাপত্তা নিশ্চিত ও ১১ তারিখ বিকাল ৫টার মধ্যে প্রভোস্ট প্রত্যাহারের দাবি উল্লেখযোগ্য। এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কোনও অ্যাকাডেমিক কাজ চলবে না বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।

Share.