অর্থমন্ত্রী ও গবর্নরের সঙ্গে বৈঠক করবে ডিএসই

0

ঢাকা অফিস: চলমান সংকট থেকে পুঁজিবাজারকে বের করে আনা এবং এই বাজারের উন্নয়নের লক্ষ্যে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ও বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠকে বসতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, বৈঠক থেকে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অবিলম্বে অর্থমন্ত্রী ও গবর্নরের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়ে আবেদন করার নির্দেশে দেওয়া হয়েছে।

উল্লেখ, দেশের পুঁজিবাজার স্মরণকালের সবচেয়ে খারাপ সময় পার করছে। মাত্র ১০ বছর আগে যে বাজারে দৈনিক লেনদেন হয়েছে ৮শ কোটি টাকার বেশি, সেই বাজারে লেনদেন নেমে এসেছে ৫শ কোটি টাকার নিচে। রবিবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল সাড়ে ৩শ কোটি টাকা; সোমবার লেনদেন ৩শ কোটির ঘরও পেরোতে পারেনি। সোমবার ডিএসইতে প্রধান সূচক কমেছে ১ দশমিক ৩৫ শতাংশ, আর এর মধ্য দিয়ে তা গত ৩৯ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।

Share.