আগামী ৯ মে পর্যন্ত বাড়লো পাকিস্তানের লকডাউন

0

ডেস্ক রিপোর্ট: প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আসাদ উমর জানান, আরও ১৫ দিনের জন্য লকডাউন বাড়ানো হয়েছে। রমজানের মাঝামাঝি ৯ মে পর্যন্ত বিধিনিষেধ আরোপ থাকবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে। পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭০০ ছাড়িয়েছে। দেশটিতে মোট ২৪৮ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণায় আসাদ উমর বলেন, আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি লকডাউনের মেয়াদ আরও ১৫ দিনের জন্য বহাল রাখার। ফলে ত ৯ মে পর্যন্ত জারি থাকবে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেড্রোস আডানম গ্রেবিয়েসুস সতর্ক করে বলেছিলেন, কার্যকর পদক্ষেপ না দিলে পাকিস্তানে জুলাইয়ের মাঝামাঝিতে ২ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন।

Share.