আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দুই ক্যারিবীয় তারকা

0

স্পোর্টস রিপোর্ট:  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন দুই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার লেন্ডি সিমন্স ও দিনেশ রামদিন। উইকেটকিপার ব্যাটার রামদিনের অবসরের কিছুক্ষণ পরেই নিজেকে সরিয়ে নেন সিমন্স। গতকাল সোমবারে আচমকা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি টুইট বার্তা প্রকাশ করেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। সেখানে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন স্টোকস। হঠাৎ এই অলরাউন্ডারের অবসরে যাওয়ার খবর শুনে ক্রিকেটপাড়ায় ব্যাপক আলোচনা চলছে। স্টোকসের অবসরে খবরে অনেকটা ঢাকা পড়ে যায় দুই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারের ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ঘটনা। তবে স্টোকসের মতো কেবল এক ফরম্যাট নয়, বরং ক্রিকেটের তিন ফরম্যাটকেই বিদায় জানিয়েছেন রামদিন ও সিমন্স। অবসর নিলেও খেলা ছেড়ে দিচ্ছেন না, দুজনিই ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। প্রথমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন ৩৭ বছর বয়সী রামদিন। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন ওয়েস্ট ইন্ডিজের এ সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক মঞ্চে ৭৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ৭১ টি-টোয়েন্টি খেলে ছয় সেঞ্চুরিতে প্রায় ৬ হাজার রান করেছেন তিনি। পরে সোমবার বাংলাদেশ সময় রাতে রামদিনের পথেই হাঁটেন সিমন্স। প্রায় ১৬ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮ টেস্ট, ৬৮ ওয়ানডে ও ৬৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে সর্বোচ্চ ৩৭৬৩ রান করেছেন তিনি। রামদিনের মতো সিমন্সও ঘরোয়া ক্রিকেট চালিয়ে নেবেন।

Share.