ইউরোপে সবচেয়ে বেশি মৃত‌্যু এখন যুক্তরাজ‌্যে

0

ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুতে ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০১ জনে। এর মধ্য দিয়ে ইউরোপে সর্বোচ্চ মৃতের সংখ্যার দেশে পরিণত হয়েছে যুক্তরাজ্য। জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইতালিতে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের। আর দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ১৩ জন। অপরদিকে যুক্তরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ২৪৩ জন। তবে মোট আক্রান্তের সংখ্যা কম হলেও মোট মৃত্যুর সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য। সবশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা এখন ১২ লাখ ৪ হাজার ৪৭৯ জন। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্পেনে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৩২৯ জন। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লাখ ৬৩ হাজার ৮২৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৫৭ হাজার ২৭৭ জনের। আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৯৯ হাজার ২৫৪ জন।

Share.