ইউরোর সেমিফাইনাল কবে, কখন

0

স্পোর্টস ডেস্ক:  হ্যারি কেনের আলোয় উজ্জ্বল ইংলিশরা। ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলে অধিনায়কের জোড়া লক্ষ্যভেদে ইউক্রেনকে ৪ গোলে ভাসিয়ে সেমিফাইনালে উঠলো ইংল্যান্ড।শনিবার (৩ জুলাই) খেলা শুরুর ৪ মিনিটে টটেন হ্যাম স্ট্রাইকার কেনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ৪৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টারব্যাক হ্যারি ম্যাগুয়ের।৫০ মিনিটে আবারও কেনের নিশানাভেদে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশরা। আর ৬৩ মিনিটে লিভারপুল মিডফিল্ডার জনাথন হ্যান্ডারসনের গোলে বড় জয়ের আনন্দে মাতে থ্রি লায়ন্সরা।অপর ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চারে উঠেছে ডেনমার্ক। ৫ মিনিটে বরুশিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার থমাস দেলাইনি আর ৪২ মিনিটে নিসের স্ট্রাইকার ক্যাসপার দলবার্গের গোলে এগিয়ে যায় ড্যানিশরা।৪৯ মিনিটে চেক প্রজাতন্ত্রের হয়ে প্যাট্রিক শিক এক গোল শোধ দিলেও আর হার এড়াতে পারেনি তারা। এতে ১৯৯২ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করল ডেনমার্ক। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে পাচ্ছে দলটি। এদিকে টুর্নামেন্টের অপর সেমিফাইনালে ইতালির মুখোমুখি হবে স্পেন।

বাংলাদেশ সময় অনুযায়ী ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ও ফাইনালের সূচি

প্রথম সেমিফাইনাল

ইতালি বনাম স্পেন

মঙ্গলবার ৬ জুলাই, রাত ১টা

দ্বিতীয় সেমিফাইনাল

ইংল্যান্ড বনাম ডেনমার্ক

৭ জুলাই বুধবার, রাত ১টা

ফাইনাল

প্রথম সেমিফাইনাল জয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনাল

১১ জুলাই রোববার রাত ১টা

সবগুলো ম্যাচই বসবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।

Share.