ইরানের কাছে সাত হাজার কিমি’র দূরপাল্লার ড্রোন

0

ডেস্ক রিপোর্ট: ইরানের কাছে সাত হাজার কিলোমিটারের দূর পাল্লার ড্রোন রয়েছে বলে জানিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।রোববার (২৭ জুন) রাজধানী তেহরানে আইআরজিসি’র তৈরি করোনাভাইরাস প্রতিরোধী টিকা নুরার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।জেনারেল সালামি বলেন, বিজ্ঞান থেকে শুরু করে প্রযুক্তি খাতে ইরান উন্নত দেশের কাতারে সামিল হতে কাজ করে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা জায়গা দখল করে নিয়েছি।তিনি বলেন, ইতোমধ্যে আমরা মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছি। এছাড়া পাইলট বিহীন ড্রোন তৈরিতে আমার অনেক দূর এগিয়েছি। আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই।কারো বিরুদ্ধে যুদ্ধের জন্য নয় বরং কেউ ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তা প্রতিহত করতে ইরান কাজ করে যাচ্ছে বলেন জানান জেনারেল সালামি।

Share.