জঙ্গলে ছিলেন ৪১ বছর, পৃথিবীতে নারী আছে জানতেনই না তিনি

0

ডেস্ক রিপোর্ট: বাবা ও ভাইয়ের সঙ্গে ৪১ বছর জঙ্গলে কাটিয়েছেন তিনি। পৃথিবীতে যে নারী আছে, সেটা জানতেনই না তিনি! শুনতে অবাক লাগলেও এমনটা ঘটেছে। তাই ভিয়েতনামের ওই ব্যক্তিকে ‘বাস্তবের টারজান’ বলা হচ্ছে। ভিয়েতনাম যুদ্ধ চলাকালে ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের ফেলা একটি বোমার আঘাতে হো ভান ল্যাং নামে ওই ব্যক্তির মা ও দুই ভাইবোন মারা যায়। এরপরই বাবা ও ভাইয়ের সঙ্গে কুয়াং এনগাই প্রদেশে তে ত্রা জেলার গভীর জঙ্গলে বসতি গড়ে তোলেন তিনি।গত চার দশকে তারা মাত্র পাঁচজন মানুষকে দেখেছে এবং প্রতিবারই তারা ওই ব্যক্তিদের থেকে পালিয়ে গেছে।এই দীর্ঘ সময় তারা মধু, ফলমূল এবং বন্য প্রাণী খেয়েছেন। জঙ্গলের মধ্যেই ঘর তৈরি করে সেখানে থেকেছেন তারা।২০১৫ সালে আলভারো সেরেজো নামের একজন ফটোগ্রাফার ওই পরিবারকে খুঁজে বের করে। পরে তাদের ‘উদ্ধার’ করে স্থানীয় একটি গ্রামে নিয়ে যাওয়া হয়, যেখানে নারীরা বাস করে।সেরেজো বলেন, ল্যাংয়ের বাবার মনে মধ্যে ভয় ঢুকে গিয়েছিল। তিনি বিশ্বাসই করতে পারেননি যে ভিয়েতনাম যুদ্ধের সমাপ্তি ঘটেছে। তিনি বলেন, তারা দূর থেকে কাউকে দেখলে পালিয়ে যেতো। ল্যাং এখনও নারী ও পুরুষের মধ্যে মৌলিক পার্থক্য জানে না বলেও জানান সেরেজো।ল্যাংয়ের ভাই ত্রি তাকে ‘পুরুষের শরীরে শিশু’ বলে বর্ণনা করেছেন। ল্যাং ‘সমাজের মৌলিক অনেক কিছুই’ বুঝতে পারে না।

Share.