ঈদের দিনেও নাড়ির টানে ছুটছে মানুষ

0

ঢাকা অফিস: এক মাস সিয়াম পালন শেষে আজ ঈদ উদযাপন করছে দেশবাসী। কিন্তু শেকড়ে না ফিরলে সেই ঈদের সব আনন্দই যে মাটি। তাইতো ঈদের দিনেও নাড়ির টানে বাড়ির পানে ছুটছে মানুষ। তবে এজন্য বাড়তি ভাড়াও দিতে হচ্ছে। তবে রাস্তা ফাঁকা থাকায় যানজটের ঝামেলা পোহাতে হচ্ছে না। শুক্রবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে কেউ পাটুরিয়া ফেরিঘাট, কেউ টাঙ্গাইলের পাকুটিয়া, নাগপুর পর্যন্ত বাসে যেতে পারছেন।অনেকে উত্তরবঙ্গের গাড়ি না পেয়ে সাভার পর্যন্ত বাসে যাচ্ছেন। কেউবা আবার প্রাইভেটকার ভাড়া করে নিয়ে ছুটছেন গ্রামের পানে।  খুলনাগামী শাওন নামে এক যুবক তার তিন সহকর্মীর সঙ্গে প্রাইভেটকারে বাড়ি যাচ্ছেন। শাওন জানান, তারা একটি কোম্পানিতে চাকরি করেন। ছুটি পেতে দেরি হওয়া এবং বেতন সময়মতো না পাওয়ার কারণে তারা বাড়ি যেতে পারেননি। তবে শেষ মুহূর্তে সব ম্যানেজ হওয়ায় ঈদের দিনই বাড়ি ফিরছেন তারা।

Share.