এসএসসি-এইচএসসির সময়সূচি ঘোষণা, জানুন কোন কোন বিষয়ে পরীক্ষা

0

ঢাকা অফিস: চলতি বছরের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ জুন। ২২ আগস্ট হবে এইচএসসি পরীক্ষা। এবার পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার বিকল্প হিসেবে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে। গতকাল সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে দুটি আলাদা ‘জরুরি বিজ্ঞপ্তি’ দিয়ে এই সম্ভাব্য তারিখ জানানো হয়। বিজ্ঞপ্তিতে ফরম পূরণ, প্রস্তুতিমূলক পরীক্ষার তারিখসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আরও বেশ কিছু সিদ্ধান্তের কথা জানানো হয় বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১৩ এপ্রিল। নিবন্ধন (রেজিস্ট্রেশন) করা শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করবে। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ মে। এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ ৮ জুন। তাদের প্রস্তুতিমূলক পরীক্ষা ১৪ জুলাই করোনার কারণে ২০২১ সালের এসএসসি ও এইচএসসিতে শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার সব এসএসসিতে তিনটি ও এইচএসসিতে একটি ছাড়া বাকি সব বিষয়েই পরীক্ষা দিতে হবে। বিজ্ঞপ্তি দেখুন: এসএসসিএইচএসসি এসএসসিতে ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে হবে না। এই বিষয়গুলোর মূল্যায়ন হবে বিষয় ম্যাপিং করে। বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান বিভাগভেদে বিভাজন হওয়ায় একজন শিক্ষার্থীকে এই চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না। এসএসসিতে যেসব বিষয়ে পরীক্ষা হবে: বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষি শিক্ষা।

 

 

Share.