কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা কেম সোখার ২৭ বছরের কারাদণ্ড

0

ডেস্ক রিপোর্ট: কম্বোডিয়ার বিরোধী নেতা কেম সোখাকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে নম পেন মিউনোসিপাল কোর্টের বিচারক। শাস্তি হিসেবে তাকে গৃহবন্দী থাকতে হবে এবং নিজের পরিবারের বাইরে কারো সঙ্গে তিনি দেখা করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন বিচারক। নম পেন মিউনিসিপ্যাল কোর্টের বিচারক কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) প্রাক্তন সভাপতি সোখাকে বলেছেন, তিনি রাজনীতি এবং নির্বাচনে ভোট দেওয়া থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ। এমনকি তিনি তার পরিবারের বাইরের কারো সঙ্গে দেখা করতে পারবেন না। কেম সোখাকে ২০১৭ সালের সেপ্টেম্বরে তার বাড়িতে মধ্যরাতে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হয়েছিল এবং পরে তাকে একটি প্রাদেশিক কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। অবশেষে গৃহবন্দি অবস্থায় মুক্তি পাওয়ার আগে বেশ কয়েকবার জামিন খারিজ করে দেওয়া হয়। বিশিষ্ট এই রাজনীতিবিদকে কম্বোডিয়ার ফৌজদারি কোডের ৪৪৩ অনুচ্ছেদের অধীনে ‘বিদেশী শক্তির সঙ্গে ষড়যন্ত্র’ করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। সিএনআরপি বিলুপ্ত হয়ে যায় এবং দীর্ঘদিনের শাসক ও প্রধানমন্ত্রী হুন সেনের অধীনে সরকার নামের সঙ্গে যুক্ত করা বা তার নেতাদের ছবি আঁকাকে অপরাধ হিসেবে দেখা হয়। কোনো কার্যকর বিরোধিতা ছাড়াই হুন সেনের কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বোর্ডকে সুইপ করেছে। শুক্রবারের রায় ঘোষণার পরপরই কম্বোডিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডব্লিউ প্যাট্রিক মারফি টুইট করেছেন যে ওয়াশিংটন ঘটনায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’। কেম সোখা ক্রমাগত তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি শুধু ব্যালট বাক্সের মাধ্যমে ক্ষমতা জয়ের চেষ্টা করছেন। মারফি লিখেছেন, ‘(কেম সোখার) বিচার, একটি বানোয়াট ষড়যন্ত্রের ওপর নির্মিত, এটি ন্যায়বিচারের গর্ভপাত। অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র সমৃদ্ধ সমাজের জন্য কম্বোডিয়ান জনগণের আকাঙ্ক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাবে যেটি সমস্ত কণ্ঠস্বর এবং অধিকারকে সম্মান করে।’ ৬৯ বছর বয়সী বিরোধী নেতার জন্য ‘এটি কার্যকরভাবে একটি যাবজ্জীবন কারাদণ্ড’ বলে মন্তব্য করেছেন আল-জাজিরার সাংবাদিক টনি চেং।

Share.