করোনায় আরও ৯৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৩০৬

0

ঢাকা অফিস: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ১৫০জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও তিন হাজার ৩০৬ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট সাত লাখ ৪৮ হাজার ৬২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ২৪১ জন। এ নিয়ে দেশে মোট ছয় লাখ ৬১ হাজার ৬৯৩ জন করোনা থেকে সুস্থ হলেন।আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৫০টি ল্যাবে ২৫ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ২৫ হাজার ৮৬৪টি। করোনা শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৩৯ শতাংশ।২৪ ঘণ্টায় নতুন ৯৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৬১ জন ও নারী ৩৬ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন আট হাজার ১৮১ জন ও নারী দুই হাজার ৯৬৯ জন।এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দশজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২১ জন ও ষাটোর্ধ্ব ৫৯ জন রয়েছেন।২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ৬৩ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগের ছয়জন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে ছয়জন, রংপুর বিভাগে দুজন, ময়মনসিংহ বিভাগে একজন। হাসপাতালে ৯৩ জন ও বাড়িতে চারজন মারা গেছেন।দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

Share.